মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রি কলেজ

বিসমিল্লাহির রাহমানির রাহিম 

প্রতিষ্ঠা ও উদ্দেশ্য

প্রতিষ্ঠাকাল:

বিশ্ববরেণ্য নেতা, এশিয়ার লৌহমানব, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ডাকে সাড়া দিয়ে, যারা জীবনের বিনিময় স্বাধীনতার লাল-সবুজ পতাকা তথা কাংখিত স্বাধীনতা ছিনিয়ে এনেছেন, সেই মহান বীর মুক্তিযোদ্ধাদের উদ্যোগে, তাদের স্মরণে ২০০০ খ্রী: প্রতিষ্ঠা করা হয় ‘মুক্তিযোদ্ধা মেমোরিয়াল কলেজ’।

লক্ষ্য ও উদ্দেশ্য:

১।  সমুদ্র উপকূল ও তার পার্শ্ববর্তী এলাকার শিক্ষার্থীদের জন্য যুগোপযোগী, মানসম্পন্ন এবং স্বাতন্ত্র্য বৈশিষ্ট্যের শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা।
২। শিক্ষার্থীদের মধ্যে স্রষ্টার প্রতি দৃঢ় বিশ্বাস, অবিচল আস্থা এবং স্বচ্ছ আকীদা সৃষ্টির মাধ্যমে নিষ্কলুষ চরিত্র গঠনের প্রেরণা দান করে ইহকাল এবং পরকালের কল্যাণের শিক্ষায় শিক্ষিত করে দেশ এবং জাতির নিঃস্বার্থ সেবায় আত্মনিয়োগকারী হিসেবে গড়ে তোলার মধ্য দিয়ে মহান আল্লাহ্পাকের সন্তুষ্টি অর্জন করা।
৩। উন্নত গবেষণামূলক ও উচ্চ শিক্ষায় শিক্ষিত করে তোলার লক্ষ্যে কলেজকে ‘বিশ্ববিদ্যালয়’ হিসেবে প্রতিষ্ঠা করা।

সাধারণ তথ্যাবলি:
মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রি কলেজ
EIIN: 102400, NU Code : 1537
(ঢাকা-কুয়াকাটা মহাসড়ক সংলগ্ন) থানা সদর মহিপুর, জেলা : পটুয়াখালী।

মোবাইল:01920-195306, 01719-111200
Web: mmemorialcollege.edu.bd, E-mail: mmcollege2000@gmail.com


কলেজ প্রতিষ্ঠার লক্ষ্য এবং উদ্দেশ্য:
১। মহান আল্লাহ্পাক আমাদের যে শিক্ষা লাভ করার এবং তা অন্যান্যদের মাঝে বিস্তার করার সামর্থ্য দান করেছেন তা যথাযথভাবে কাজে লাগিয়ে স্বাতন্ত্র্য বৈশিষ্ট্যের একটি শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা।
২। সমুদ্র উপকূল ও তার পার্শ্ববর্তী এলাকার ছাত্রছাত্রীদের একটি মানসম্পন্ন শিক্ষাপ্রতিষ্ঠান উপহার দেওয়া।
৩। ছাত্রছাত্রীদের মধ্যে স্রষ্টার প্রতি দৃঢ় বিশ্বাস, অবিচল আস্থা সৃষ্টির মাধ্যমে নিষ্কলুষ চরিত্র গঠনের প্রেরণা দান করে ইহকাল এবং পরকালের কল্যাণের শিক্ষায় শিক্ষিত করে দেশ এবং জাতির নিঃস্বার্থ সেবায় আত্মনিয়োগকারী হিসেবে গড়ে তোলার মধ্য দিয়ে মহান আল্লাহ্পাকের সন্তুষ্টি অর্জন করাই আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য।

Scroll to Top